বারাসাতের প্রাচীন শিক্ষা ব্যবস্থা
১৮৪৯ খ্রিঃ পূর্বে বারাসাতে মিশনারি বিদ্যালয় ছিল। স্ত্রী শিক্ষার ব্যবস্থা ছিল না। একটি মিশনারি বিদ্যালয় বারাসাতে অন্যটি ছিল বাদুড়িয়ায়। ছােটখাট আরও দু’তিনটিছিল। কলকাতার সিমুলিয়ায় জন্মগ্রহণ করেন কালীকৃষ্ণ মিত্র (১৮২২)। কালীকৃষ্ণ মিত্র ও তাঁর ভাই ডঃ নবীনকৃষ্ণ মিত্র বারাসাতে চলে আসেন। স্ত্রী শিক্ষা নিয়ে মহাত্মা কালীকৃষ্ণের ভাবনার অংশীদার হন ঈশ্বরচন্দ্র, রামতনু লাহিড়ি এবং বেথুন সাহেব। কালীকৃষ্ণের সমসাময়িক বঙ্গ সমাজে তখন রামতনু…