বাসরুটের কথা বলতে প্রথমে সেকালের পথের কথা বলতে হয়। চাঁপাডালি থেকে হাসনাবাদ পথটির নাম ছিল কালীমুন্সি রােড। টাকির কালীমুন্সির বদান্যতায় প্রথমে ঐ পথটি তৈরি হয়। যশােহর রােড ছিল হাটাপথ। যশােহরের কালী বারিকের বদান্যতায় যশােহর রােড ভালভাবে তৈরি হয়। কৃষ্ণনগর রােড বারাসাতের বুক চিরে ডাকবাংলাের কাছে যশােহর রােডে মিশেছে। প্রাচীন পথটি তৈরি করেন মহারাজ কৃষ্ণচন্দ্র। ক্যলাণী কংগ্রেসের সময় বিধানচন্দ্র রায় বর্তমান রূপ দেন। ব্যারাকপুর রােড হেলাবটতলা থেকে মণিরামপুর নিমাইঘাট পর্যন্ত। ১৬৬০-৭০ খ্রিঃ নীলকররা এই পথ করেছিলেন। আন্তঃ বারাসাতের দুটি প্রাচীন পথের নাম ক্ষেত্ৰনাথ চট্টোপরাধ্যায় রােড (K.N.C.Road) এবং কে.বি.বসু রােড। ক্ষেত্ৰনাথ গুস্তিয়ার স্বনামধন্য বক্তি। আর রাজা মানিকচাঁদ বসুর বংশপরম্পরা কে.বি.বসু। ১৯২৫ খ্রিঃ শ্যামবাজার থেকে বারাসাত পর্যন্ত বাসরুট চালু হয়।
Source:
বই: ইতিহাসের বারাসাত
লেখক: শম্ভুনাথ ঘোষ
প্রকাশক: বারাসাত সংস্কৃতি পরিষদ
সভাপতি: বিশ্বনাথ ঘোষ
# ধন্যবাদ অয়ন মজুমদার (অয়ন দা) কে, এই বইটি দেওয়ার জন্য।