গোবরডাঙ্গার মশলা মেলা
হালকা হলুদ রংয়ের বিশাল থামওয়ালা গরাদহীন রাজবাড়ীর সিংহ দরজা দিয়ে মেলার মাঠে প্রবেশ করতেই বিভিন্ন মশলার মিলিত গন্ধ নাকে এসে পৌছালো, গন্ধটা অনেকটা বড়বাজারের মশলা পট্টির মত। নাম গোষ্ঠ বিহার মেলা হলেও বিভিন্ন মশলার বিকিকিনি, এটাই এই মেলার বিশেষত্বঃ, মুখে মুখে এই মেলা তাই মশলা মেলা নামেই পরিচিত, ভারতবর্ষের কথা বলতে পারছিনা কিন্তু আমাদের বাংলায় […]