নয়ন কানন, ১৩০ বছর পূর্বে বারাসাতের বােটানিক্যাল গার্ডেন

উদ্ভিদ উদ্যানটি অবস্থান ছিল বর্তমান কালীকৃষ্ণ গার্লস স্কুল থেকে রেলস্টেশনের জলের ট্যাঙ্ক এবং ন’পাড়ার ক্রেতা সমবায় বিপনি থেকে এগারাে নম্বর রেলগেট পর্যন্ত। তখন অবশ্য রেলগেট, রেলপথ তৈরি হয়নি। এই উদ্ভিদ উদ্যানের স্রষ্টা ছিলেন আচার্য প্যারীচরণ সরকার এবং নবীনকৃষ্ণ মিত্র। উদ্যানে দুষ্প্রাপ্য গাছপালা ছিল। উদ্যানের দক্ষিণ কোণে ছিল নবীনকৃষ্ণের বাসস্থান। বিদ্যালয় সংলগ্ন উদ্ভিদ উদ্যানকে বলা হত নয়ন কানন। এখন সব নিশ্চিহ্ন। অবশ্য, ‘নয়ন কানন’ নামটি য়েছে।

Source:
বই: ইতিহাসের বারাসাত
লেখক: শম্ভুনাথ ঘোষ
প্রকাশক: বারাসাত সংস্কৃতি পরিষদ
সভাপতি: বিশ্বনাথ ঘোষ

# ধন্যবাদ অয়ন মজুমদার (অয়ন দা) কে, এই বইটি দেওয়ার জন্য।

বারাসাতের উল্লেখযােগ্য কালপঞ্জী
বারাসাতে নীলচাষ ও নীলকরের অত্যাচার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

My Cart
Wishlist
Recently Viewed
Compare Products (0 Products)
Compare Product
Compare Product
Compare Product
Compare Product
Categories