ইতিহাসের বারাসাতে গুরুত্বপূর্ণ কিছু কালপঞ্জী। ইতিহাসের বারাসাত প্রাচীন ঐতিহ্যমণ্ডিত স্থান। ভারতীয় প্রাচীন সভ্যতার সব নিদর্শন বারাসাত ঘিরে ঘুমিয়ে আছে। যুগ যুগ ধরে বারাসাতে নানা প্রাকৃতিক, ভৌলিক, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন হয়েছে। ইতিহাস প্রসিদ্ধ দেশী-বিদেশী বাক্তিগণ এখানে এসেছেন। ঘটেছে যুদ্ধ, আন্দোলন, নীলকরের অত্যাচার। বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী বারাসাত। এসবের গুরুত্ব কিছু কালচিহ্ন নথিভুক্ত করে দেওয়া হল।
১৫৪০-৪৫ খ্রিস্টাব্দ | শের শাহের পদস্থ কর্মচারী শেখ ইসমাইল বারাসাতে বাস করেন। |
১৬১৪ খ্রিস্টাব্দ | মধুমুরলী পুকুর খোঁড়া হয়। |
১৭৫৬ খ্রিস্টাব্দ | নবাব সিরাজদৌল্লা সসৈন্যে বারাসাত অবস্থান করেন। |
১৭৫৬ খ্রিস্টাব্দ | হস্তিযূথের জলপানের জন্য হাতিপুকুর খোঁড়া হয়। |
১৭৫৭ খ্রিস্টাব্দ | মীরাজাফর ক্লাইভকে যৌতুক দেন ২৪ পরগনা, বারাসাত সহ। |
১৭৫৯ খ্রিস্টাব্দ | ২৪ পরগনা নাম বিধিবদ্ধ হয়। |
১৭৬০ খ্রিস্টাব্দ | ভ্যানসিটার্ট সাহেব বারাসাতে ভিলা তৈরি করেন। |
১৭৬৪ খ্রিস্টাব্দ | মধুমুরলীতে অবস্থান কালে ল্যাম্বার্ট সাহেব বৈষ্ণবধর্ম গ্রহণ করেন। |
১৭৬৪ খ্রিষ্টাব্দ | ইস্টইন্ডিয়া কোম্পানি ২৪ পরগনার প্রশাসনিক দায়িত্ব পায়। |
১৭৬৪ খ্রিস্টাব্দ | বারাসাতকে নদিয়া জেলার মধ্যে দেখান রেনেলের জরিপপত্র। |
১৭৬৪-৬৮ খ্রিস্টাব্দ | সিসেস ল্যাম্বার্ট বারাসাতে ‘বিবিরহাট’ (হাটখােলা) বসান। |
১৭৬৯ খ্রিস্টাব্দ | জন প্রিন্সেপ বারাসাতে নীলচাষ শুরু করেন। |
১৭৭৩ খ্রিস্টাব্দ | হেস্টিংস বারাসাতে ভিলা তৈরি করেন। |
১৭৭৫ খ্রিষ্টাব্দ | বারাসাতে বাড়ি তৈরি করেন কর্ণেল চ্যাম্পিয়ান। |
১৭৮০ খ্রিস্টাব্দ | বারাসাতে ঘােড়দৌড় মাঠ তৈরি হয় ও ১৭৮৮ খ্রিঃ থেকে ঘােড়দৌড় চালু হয়। |
১৭৮৩ খ্রিষ্টাব্দ | ডাক্সাহেবের আমলে ক্যাডেট কলেজ তৈরি হয় বারাসাতে। |
১৮০২ খ্রিস্টাব্দ | ভ্যানসিটার্ট ভিলাতে লর্জ ওয়েলেসলি মিলিটারি কলেজ উদ্বোধন করেন। |
১৮১১ খ্রিস্টাব্দ | বারাসাত থেকে সামরিক কলেজ ফোর্ট উইলিয়ামে চলে যায়। এখানে জেলখানা হয়। |
১৮১৪ খ্রিস্টাব্দ | বারাসাত জেলা ভেঙে সুবার্বন ডিস্ট্রিক্ট করা হয়। |
১৮২৩ খ্রিস্টাব্দ | বারাসাতকে সদর শহর ঘােষণা করা হয়। |
১৮২৪ খ্রিস্টাব্দ | বারাসাতের ব্যারকপুরে সিপাহিরা অবাধ্যতা প্রকাশ করে। |
১৮৩০ খ্রিস্টাব্দ | বারাসাতে ফরায়েজি আন্দোলন দানা বাধে। |
১৮৩১ খ্রিস্টাব্দ | বারাসাত থেকে তিতুমির বিদ্রোহ দমন করা হয়। |
১৮৩৩ খ্রিস্টাব্দ | কালীনাথ মুনশি রােড (টাকি রােড) তৈরি হয়। |
১৮৩৪ খ্রিস্টাব্দ | বারাসাতকে জেলার মর্যাদা দেওয়া হয়। জয়েন্ট ম্যাজিস্ট্রেসি চালু হয়। |
১৮৩৯ খ্রিস্টাব্দ | প্রাণকৃষ্ণ মিত্রের বাসভবনে বারাসাতে ইংরেজি শিক্ষা প্রসারের সিদ্ধান্ত হয়। |
১৮৪৩ খ্রিস্টাব্দ | আচার্য প্যারীচরণ সরকার বারাসাতে আসেন। |
১৮৪৬ খ্রিস্টাব্দ | বারাসাত জেলা স্কুল স্থাপিত হয়। |
১৮৪৭ খ্রিস্টাব্দ | মহাত্মা কালীকৃষ্ণ, গালর্স স্কুল স্থাপন করেন রাষ্ট্রীয় বিদ্যালয়ের নতুন। ভবন আরম্ভ হয়। |
১৮৪৮ খ্রিস্টাব্দ | কালীকৃষ্ণ দত্ত নিবাধুই বালিকা বিদ্যালয় স্থাপন করেন। |
১৮৫১ খ্রিস্টাব্দ | বারাসাত রাষ্ট্রীয় বিদ্যালয়ের নতুন ভবন উদঘাটন হয়। |
১৮৫২ খ্রিস্টাব্দ | হাটখােলায় বেসরকারি ভাবে বারাসাত হাসপাতাল খােলা হয়। |
১৮৫৩ খ্রিস্টাব্দ | ছােট-জাগুলিয়ার প্রথম বাংলা মাসিকপত্র প্রকাশিত হয়। |
১৮৫৪ খ্রিস্টাব্দ | ভ্যানসিটার্ট ভিলার কাছে সরকারি হাসপাতাল হয়। |
১৮৫৬ খ্রিস্টাব্দ | প্রথম বিধবাবিবাহ হয় গােবরডাঙায়। |
১৮৫৭ খ্রিস্টাব্দ | রামতনু লাহিড়ি উত্তরপাড়া থেকে বারাসাত রাষ্ট্রীয় বিদ্যালয় আসেন। |
১৮৫৮ খ্রিস্টাব্দ | চৌবেড়ের দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক প্রকাশিত হয়। |
১৮৫৯ খ্রিস্টাব্দ | বারাসাতের ম্যাজিষ্ট্রেট অ্যাসলি ইডেন বাধ্যতামূলক নীলচাষ বন্ধের হুমকি জারি করেন। |
১৮৬১ খ্রিস্টাব্দ | বারাসাতের জেলা মর্যাদা চলে যায়। |
১৮৬৪ খ্রিস্টাব্দ | বারাসাতের বেঙ্গল টেম্পােরাল সােসাইটির মদ্যপান বিরােধী। সসাসাইটি তৈরি হয়। |
১৮৬৫ খ্রিস্টাব্দ | বারাসাতের কবিয়াল মহেশ কানার মৃত্যু হয়। |
১৮৬৯ খ্রিস্টাব্দ | বারাসাত পৌরসভা স্থাপিত হয়। |
১৮৭১ খ্রিস্টাব্দ | বারাসাত অ্যাসােসিয়েশন বিধিবদ্ধভাবে গঠিত হয়। |
১৮৭৪ খ্রিস্টাব্দ | ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বারাসাতে প্রথমবার ডেপুলি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হয়ে আসেন। |
১৮৮২ খ্রিস্টাব্দ |
খুলনা জেলা গঠিত হয়। সাতক্ষীরা বারাসাত থেকে খুলনায় চলে যায়। ঋষি বঙ্কিমচন্দ্র দ্বিতীয়বার প্রাগুক্ত পদে বারাসাত আসেন।
|
১৮৮৩ খ্রিস্টাব্দ | বেঙ্গল সেন্ট্রাল রেলওয়ে বারাসাত রেলপথ তৈরি করে। |
১৮৯৩ খ্রিস্টাব্দ | ব্যারাকপুর আলাদা মহকুমা হয়। দমদমের মহকুমা গৌরব চলে যায়। |
১৯০৪ খ্রিস্টাব্দ | বারাসাত রেল স্টেশন ঘর তৈরি হয়। |
১৯০৫ খ্রিস্টাব্দ | বারাসাতের পদ্মলােচন রাই ব্যাপটিস্ট মিশনের প্রধান হন। এই বছর হৃদয়পুর স্টেশন তৈরি হয়। |
১৯০৬ খ্রিস্টাব্দ | রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কংগ্রেসের সভা করতে বারাসাতে আসেন। |
১৯০৯ খ্রিষ্টাব্দ | ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় বারাসাত আসেন। |
১৯৯০ খ্রিষ্টাব্দ | বারাসাতে নাট্যচর্চা শুরু হয় এবং ইভনিং ক্লাব প্রতিষ্ঠিত হয়। |
১৯১১ খ্রিস্টাব্দ | বারাসাতে গুরু ট্রেনিং বিদ্যালয় খােলা হয়েছিল। |
১৯১৩ খ্রিষ্টাব্দ | বারাসাত লিটারারি অ্যাসােসিয়েশন হয়। |
১৯১৪-১৫ খ্রিস্টাব্দ | বারাসাতে প্রথম চ্যালেঞ্জ কাপ খেলা শুরু হয়। |
১৯২০ খ্রিষ্টাব্দ | মুগল আমলের সরাইখানা মােড়ের নাম হয় ডাকবাংলাে মােড়। |
১৯২১ খ্রিস্টাব্দ | বারাসাতের ভাগীরথী চট্টোপাধ্যায় অসহযােগ আন্দোলনে যােগ দেন। |
১৯২৫ খ্রিষ্টাব্দ | বারাসাতে শ্যামবাজার থেকে প্রথম বাস সার্ভিস চালু হয়। |
১৯৩৯ খ্রিস্টাব্দ | নেতাজি সুভাষচন্দ্র বসু বারাসাতে এসেছিলেন। |
১৯৪০ খ্রিস্টাব্দ | বারাসাতের প্রথম সিনেমা হল ছায়াবাণী খােলা হয়েছিল। |
১৯৪৭ খ্রিস্টাব্দ | মহাত্মা গান্ধী ও সুরাবর্দি সাহেব বারাসাত আসেন। |
১৯৫০ খ্রিস্টাব্দ | বঙ্গবিহার সংযুক্তি প্রস্তাবের বিরাধিতায় বারাসাতে সার্থক হরতাল হয়। |
১৯৫৭ খ্রিস্টাব্দ | খাদ্য-আন্দোলনে সার্থক হরতাল ঘটে বারাসাতে। |
১৯৫৮ খ্রিস্টাব্দ | বারাসাতে শিক্ষক ধর্মঘট পালিত হয়। |
১৯৬০ খ্রিস্টাব্দ | নীলবিদ্রোহের শতবর্ষ পালিত হয় বারাসাতে।। |
১৯৬৪ খ্রিস্টাব্দ | ইন্দিরা গান্ধী হাসনাবাদ যাওয়ার পথে বারাসাত আসেন। |
১৯৭০ খ্রিস্টাব্দ | সি.পি.আই.-এর সর্বভারতীয় কৃষকসভা কোর্টের মাঠে।হয়। |
১৯৮৬ খ্রিস্টাব্দ | ১লা মার্চ ২৪ পরগনা দু’ভাগ হয়ে উত্তর ২৪ পরগনার সদর হয় বারাসাত। |
Source:
বই: ইতিহাসের বারাসাত
লেখক: শম্ভুনাথ ঘোষ
প্রকাশক: বারাসাত সংস্কৃতি পরিষদ
সভাপতি: বিশ্বনাথ ঘোষ
# ধন্যবাদ অয়ন মজুমদার (অয়ন দা) কে, এই বইটি দেওয়ার জন্য।
# বানান ভুল চোখে পড়লে অবশ্যই কমেন্ট করে জানাবেন।