Tuesday

April 29, 2025 Vol 2025

বারাসাতের উল্লেখযােগ্য কালপঞ্জী

ইতিহাসের বারাসাতে গুরুত্বপূর্ণ কিছু কালপঞ্জী। ইতিহাসের বারাসাত প্রাচীন ঐতিহ্যমণ্ডিত স্থান। ভারতীয় প্রাচীন সভ্যতার সব নিদর্শন বারাসাত ঘিরে ঘুমিয়ে আছে। যুগ যুগ ধরে বারাসাতে নানা প্রাকৃতিক, ভৌলিক, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন হয়েছে। ইতিহাস প্রসিদ্ধ দেশী-বিদেশী বাক্তিগণ এখানে এসেছেন। ঘটেছে যুদ্ধ, আন্দোলন, নীলকরের অত্যাচার। বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী বারাসাত। এসবের গুরুত্ব কিছু কালচিহ্ন নথিভুক্ত করে দেওয়া হল।

বারাসাতের উল্লেখযােগ্য কালপঞ্জী
বারাসাতের উল্লেখযােগ্য কালপঞ্জী
১৫৪০-৪৫ খ্রিস্টাব্দশের শাহের পদস্থ কর্মচারী শেখ ইসমাইল বারাসাতে বাস করেন।
১৬১৪ খ্রিস্টাব্দমধুমুরলী পুকুর খোঁড়া হয়।
১৭৫৬ খ্রিস্টাব্দনবাব সিরাজদৌল্লা সসৈন্যে বারাসাত অবস্থান করেন।
১৭৫৬ খ্রিস্টাব্দহস্তিযূথের জলপানের জন্য হাতিপুকুর খোঁড়া হয়।
১৭৫৭ খ্রিস্টাব্দমীরাজাফর ক্লাইভকে যৌতুক দেন ২৪ পরগনা, বারাসাত সহ।
১৭৫৯ খ্রিস্টাব্দ২৪ পরগনা নাম বিধিবদ্ধ হয়।
১৭৬০ খ্রিস্টাব্দভ্যানসিটার্ট সাহেব বারাসাতে ভিলা তৈরি করেন।
১৭৬৪ খ্রিস্টাব্দমধুমুরলীতে অবস্থান কালে ল্যাম্বার্ট সাহেব বৈষ্ণবধর্ম গ্রহণ করেন।
১৭৬৪ খ্রিষ্টাব্দইস্টইন্ডিয়া কোম্পানি ২৪ পরগনার প্রশাসনিক দায়িত্ব পায়।
১৭৬৪ খ্রিস্টাব্দবারাসাতকে নদিয়া জেলার মধ্যে দেখান রেনেলের জরিপপত্র।
১৭৬৪-৬৮ খ্রিস্টাব্দসিসেস ল্যাম্বার্ট বারাসাতে ‘বিবিরহাট’ (হাটখােলা) বসান।
১৭৬৯ খ্রিস্টাব্দজন প্রিন্সেপ বারাসাতে নীলচাষ শুরু করেন।
১৭৭৩ খ্রিস্টাব্দহেস্টিংস বারাসাতে ভিলা তৈরি করেন।
১৭৭৫ খ্রিষ্টাব্দবারাসাতে বাড়ি তৈরি করেন কর্ণেল চ্যাম্পিয়ান।
১৭৮০ খ্রিস্টাব্দবারাসাতে ঘােড়দৌড় মাঠ তৈরি হয় ও ১৭৮৮ খ্রিঃ থেকে ঘােড়দৌড় চালু হয়।
১৭৮৩ খ্রিষ্টাব্দডাক্‌সাহেবের আমলে ক্যাডেট কলেজ তৈরি হয় বারাসাতে।
১৮০২ খ্রিস্টাব্দভ্যানসিটার্ট ভিলাতে লর্জ ওয়েলেসলি মিলিটারি কলেজ উদ্বোধন করেন।
১৮১১ খ্রিস্টাব্দবারাসাত থেকে সামরিক কলেজ ফোর্ট উইলিয়ামে চলে যায়। এখানে জেলখানা হয়।
১৮১৪ খ্রিস্টাব্দবারাসাত জেলা ভেঙে সুবার্বন ডিস্ট্রিক্ট করা হয়।
১৮২৩ খ্রিস্টাব্দবারাসাতকে সদর শহর ঘােষণা করা হয়।
১৮২৪ খ্রিস্টাব্দবারাসাতের ব্যারকপুরে সিপাহিরা অবাধ্যতা প্রকাশ করে।
১৮৩০ খ্রিস্টাব্দবারাসাতে ফরায়েজি আন্দোলন দানা বাধে।
১৮৩১ খ্রিস্টাব্দবারাসাত থেকে তিতুমির বিদ্রোহ দমন করা হয়।
১৮৩৩ খ্রিস্টাব্দকালীনাথ মুনশি রােড (টাকি রােড) তৈরি হয়।
১৮৩৪ খ্রিস্টাব্দবারাসাতকে জেলার মর্যাদা দেওয়া হয়। জয়েন্ট ম্যাজিস্ট্রেসি চালু হয়।
১৮৩৯ খ্রিস্টাব্দপ্রাণকৃষ্ণ মিত্রের বাসভবনে বারাসাতে ইংরেজি শিক্ষা প্রসারের সিদ্ধান্ত হয়।
১৮৪৩ খ্রিস্টাব্দআচার্য প্যারীচরণ সরকার বারাসাতে আসেন।
১৮৪৬ খ্রিস্টাব্দবারাসাত জেলা স্কুল স্থাপিত হয়।
১৮৪৭ খ্রিস্টাব্দমহাত্মা কালীকৃষ্ণ, গালর্স স্কুল স্থাপন করেন রাষ্ট্রীয় বিদ্যালয়ের নতুন। ভবন আরম্ভ হয়।
১৮৪৮ খ্রিস্টাব্দকালীকৃষ্ণ দত্ত নিবাধুই বালিকা বিদ্যালয় স্থাপন করেন।
১৮৫১ খ্রিস্টাব্দবারাসাত রাষ্ট্রীয় বিদ্যালয়ের নতুন ভবন উদঘাটন হয়।
১৮৫২ খ্রিস্টাব্দহাটখােলায় বেসরকারি ভাবে বারাসাত হাসপাতাল খােলা হয়।
১৮৫৩ খ্রিস্টাব্দছােট-জাগুলিয়ার প্রথম বাংলা মাসিকপত্র প্রকাশিত হয়।
১৮৫৪ খ্রিস্টাব্দভ্যানসিটার্ট ভিলার কাছে সরকারি হাসপাতাল হয়।
১৮৫৬ খ্রিস্টাব্দপ্রথম বিধবাবিবাহ হয় গােবরডাঙায়।
১৮৫৭ খ্রিস্টাব্দরামতনু লাহিড়ি উত্তরপাড়া থেকে বারাসাত রাষ্ট্রীয় বিদ্যালয় আসেন।
১৮৫৮ খ্রিস্টাব্দচৌবেড়ের দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক প্রকাশিত হয়।
১৮৫৯ খ্রিস্টাব্দবারাসাতের ম্যাজিষ্ট্রেট অ্যাসলি ইডেন বাধ্যতামূলক নীলচাষ বন্ধের হুমকি জারি করেন।
১৮৬১ খ্রিস্টাব্দবারাসাতের জেলা মর্যাদা চলে যায়।
১৮৬৪ খ্রিস্টাব্দবারাসাতের বেঙ্গল টেম্পােরাল সােসাইটির মদ্যপান বিরােধী। সসাসাইটি তৈরি হয়।
১৮৬৫ খ্রিস্টাব্দবারাসাতের কবিয়াল মহেশ কানার মৃত্যু হয়।
১৮৬৯ খ্রিস্টাব্দবারাসাত পৌরসভা স্থাপিত হয়।
১৮৭১ খ্রিস্টাব্দবারাসাত অ্যাসােসিয়েশন বিধিবদ্ধভাবে গঠিত হয়।
১৮৭৪ খ্রিস্টাব্দঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বারাসাতে প্রথমবার ডেপুলি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হয়ে আসেন।
১৮৮২ খ্রিস্টাব্দ
খুলনা জেলা গঠিত হয়। সাতক্ষীরা বারাসাত থেকে খুলনায় চলে যায়। ঋষি বঙ্কিমচন্দ্র দ্বিতীয়বার প্রাগুক্ত পদে বারাসাত আসেন।
১৮৮৩ খ্রিস্টাব্দবেঙ্গল সেন্ট্রাল রেলওয়ে বারাসাত রেলপথ তৈরি করে।
১৮৯৩ খ্রিস্টাব্দব্যারাকপুর আলাদা মহকুমা হয়। দমদমের মহকুমা গৌরব চলে যায়।
১৯০৪ খ্রিস্টাব্দবারাসাত রেল স্টেশন ঘর তৈরি হয়।
১৯০৫ খ্রিস্টাব্দবারাসাতের পদ্মলােচন রাই ব্যাপটিস্ট মিশনের প্রধান হন। এই বছর হৃদয়পুর স্টেশন তৈরি হয়।
১৯০৬ খ্রিস্টাব্দরাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কংগ্রেসের সভা করতে বারাসাতে আসেন।
১৯০৯ খ্রিষ্টাব্দঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় বারাসাত আসেন।
১৯৯০ খ্রিষ্টাব্দবারাসাতে নাট্যচর্চা শুরু হয় এবং ইভনিং ক্লাব প্রতিষ্ঠিত হয়।
১৯১১ খ্রিস্টাব্দবারাসাতে গুরু ট্রেনিং বিদ্যালয় খােলা হয়েছিল।
১৯১৩ খ্রিষ্টাব্দবারাসাত লিটারারি অ্যাসােসিয়েশন হয়।
১৯১৪-১৫ খ্রিস্টাব্দবারাসাতে প্রথম চ্যালেঞ্জ কাপ খেলা শুরু হয়।
১৯২০ খ্রিষ্টাব্দমুগল আমলের সরাইখানা মােড়ের নাম হয় ডাকবাংলাে মােড়।
১৯২১ খ্রিস্টাব্দবারাসাতের ভাগীরথী চট্টোপাধ্যায় অসহযােগ আন্দোলনে যােগ দেন।
১৯২৫ খ্রিষ্টাব্দবারাসাতে শ্যামবাজার থেকে প্রথম বাস সার্ভিস চালু হয়।
১৯৩৯ খ্রিস্টাব্দনেতাজি সুভাষচন্দ্র বসু বারাসাতে এসেছিলেন।
১৯৪০ খ্রিস্টাব্দবারাসাতের প্রথম সিনেমা হল ছায়াবাণী খােলা হয়েছিল।
১৯৪৭ খ্রিস্টাব্দমহাত্মা গান্ধী ও সুরাবর্দি সাহেব বারাসাত আসেন।
১৯৫০ খ্রিস্টাব্দবঙ্গবিহার সংযুক্তি প্রস্তাবের বিরাধিতায় বারাসাতে সার্থক হরতাল হয়।
১৯৫৭ খ্রিস্টাব্দখাদ্য-আন্দোলনে সার্থক হরতাল ঘটে বারাসাতে।
১৯৫৮ খ্রিস্টাব্দবারাসাতে শিক্ষক ধর্মঘট পালিত হয়।
১৯৬০ খ্রিস্টাব্দনীলবিদ্রোহের শতবর্ষ পালিত হয় বারাসাতে।।
১৯৬৪ খ্রিস্টাব্দইন্দিরা গান্ধী হাসনাবাদ যাওয়ার পথে বারাসাত আসেন।
১৯৭০ খ্রিস্টাব্দসি.পি.আই.-এর সর্বভারতীয় কৃষকসভা কোর্টের মাঠে।হয়।
১৯৮৬ খ্রিস্টাব্দ১লা মার্চ ২৪ পরগনা দু’ভাগ হয়ে উত্তর ২৪ পরগনার সদর হয় বারাসাত।

Source:
বই: ইতিহাসের বারাসাত
লেখক: শম্ভুনাথ ঘোষ
প্রকাশক: বারাসাত সংস্কৃতি পরিষদ
সভাপতি: বিশ্বনাথ ঘোষ

# ধন্যবাদ অয়ন মজুমদার (অয়ন দা) কে, এই বইটি দেওয়ার জন্য।

# বানান ভুল চোখে পড়লে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

Barasat Online

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *