Blog

পশ্চিমবঙ্গের প্রথম রেসকোর্স ছিল বারাসাতের কাছারি ময়দান

ইস্ট ইন্ডিয়া কোম্পানি বর্তমান কাছারি ময়দানে (তখন সুবৃহৎ ময়দান ছিল) ঘােড়দৌড় চালু করেন। এটি চালু হয় স্যার জন শোয়ের আমলে। কলকাতা টার্ফ ক্লাবের শতবার্ষিকীর ইতিহাস থেকে যে সব তথ্য পেলাম তদৃষ্টে বলা যায় ১৭৯৩ খ্রিঃ ১২ই ডিসেম্বর বারাসাতের ঘােড়দৌড়ের জন্য তিনদিনের সূচী বিজ্ঞাপিত হয়েছিল। সেখানে ১৮০৯ খ্রিঃ আক্রাতেও ঘােড়দৌড়ের উল্লেখ আছে। বারাসাতে ঘােড়দৌড় চালু হয়েছিল ১৭৮৮ খ্রিঃ। ১৮৪৭ খ্রিঃ ঘােড়দৌড় ব্যবস্থা কোলকাতায় চলে যায়।

Source: বই: ইতিহাসের বারাসাত | লেখক: শম্ভুনাথ ঘোষ | প্রকাশক: বারাসাত সংস্কৃতি পরিষদ | সভাপতি: বিশ্বনাথ ঘোষ | # ধন্যবাদ অয়ন মজুমদার (অয়ন দা) কে, এই বইটি দেওয়ার জন্য।

ঐতিহাসিক কাছারি মাঠ

ঐতিহাসিক কাছারি মাঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *