১৫০ বছরের বারাসাত পৌরসভার

১লা এপ্রিল ২০১৯ বারাসাত পৌরসভা সার্ধশতবর্ষে পদার্পণ করেছে। বারাসাত পৌরসভার ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে পৌর-কতৃপক্ষ সারা বছর ধরে নানান রকম সাংস্কৃতিক কার্যকলাপ পালন করে চলেছেন বারাসাতের বিভিন্ন অঞ্চলে। গত ১৭ এবং ১৮-ই ডিসেম্বর ২০১৯ দুদিন ধরে বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন বা বারাসাত স্টেডিয়ামে খ্যাতনামা শিল্পীদের (জি-বাংলা খ্যাত সংগীত শিল্পী অঙ্কিতা, মহালক্ষ্মী আইয়ার, জলি মুখার্জ্জী। অভিজিৎ ভট্টাচার্য্য এবং আরো অনেকে) সমন্বয়ে জমে উঠেছিল সাংস্কৃতিক সন্ধ্যা।

সর্বপ্রথম পৌর প্রতিষ্ঠান গঠনের লক্ষ্যে আইন পাস হয় ১৮৪২ সালে। ১৯৩২ সালে অবিভক্ত বাংলায় প্রবর্তিত বঙ্গীয় পৌরসভা আইন বা বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুসারে ও সেই আইনের ১৯৮০, ১৯৮২ ও ১৯৯২ সালের সংশোধনী অনুসারে পশ্চিমবঙ্গের পুরসভাগুলি পরিচালিত হত। ১৯৯৩ সালে পশ্চিমবঙ্গের পুরসভাগুলির পরিচালনার লক্ষ্যে পশ্চিমবঙ্গ পৌর আইন বা দ্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট চালু হয়। ১৯৯৪ ও ১৯৯৫ সালে এই আইনের সংশোধন সাধন করা হয়। বর্তমানে পশ্চিমবঙ্গের পুরসভাগুলি এই আইন মোতাবেক প্রতিষ্ঠিত আছে। Source: wikipedia.org

বারাসাত পৌরসভা ১লা এপ্রিল, ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু ১৮৮২ সাল পর্যন্ত এটির কোনো স্বাধীন অস্তিত্ব ছিল না। অন্যান্য অফিসের মতো এটিও ম্যাজিস্ট্রেট অফিস দ্বারা নিয়ন্ত্রিত ছিল। ১৮৮২ সালের পর, বারাসাত পৌরসভা একটি স্বায়ত্তশাসিত সংস্থা হয়ে ওঠে। বারাসাত অ্যাসোসিয়েশন, নাগরিক সংগঠন, পৌর ভবন নির্মাণের জন্য জমি দান করে বারাসাত পৌরসভাকে সহায়তা করেছিল। ওইসময়, ১৮৭৪-৭৫ সালে অমর উপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডেপুটি ম্যাজিস্ট্রেট রূপে বারাসাত মহাকুমায় কর্মরত ছিলেন। আমাদের অর্থাৎ বারাসাতবাসীর কাছে গর্বের বিষয়, সেই সময় সাহিত্য সম্রাট আমাদের এই প্রাচীন পৌরসভা পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন।

পূর্বে, বারাসাত পৌরসভার অধীনে মাত্র চারটি (৪) ওয়ার্ড ছিল, যা পরবর্তীতে ১৮ টিতে বৃদ্ধি পেয়েছিল। ১৯৯৫ সালে, বারাসত পৌর অঞ্চলের পার্শ্ববর্তী পঞ্চায়েত এলাকাকে আরো উন্নত পরিসেবা প্রদানের জন্য, পৌর অঞ্চলে উন্নিত করে, বারাসাত পৌরসভার সঙ্গে সংযুক্ত করাহয়। পঞ্চায়েত এলাকা সংযুক্তিকরণের পর মোট ৩০ টি পৌর ওয়ার্ড তৈরি করা হয়।২০১০ সালের পৌর নির্বাচনের আগে, এলাকা পুনর্বিন্যাস করে ৩২ ওয়ার্ড তৈরি করা হয়। গত পৌর নির্বাচনের আগে ওয়ার্ড সংখ্যা ৩২ থেকে ৩৫ টিতে উন্নীত করা হয়েছে।

ম্যালেরিয়ার প্রকোপের পরিপ্রেক্ষিতে ১৮৬৯ সালে বারাসাত পৌরসভা প্রতিষ্ঠিত হয়। জল নিকাশ, পানীয় জল সরবরাহ, রাত্রিবেলা পথে আলোর ব্যবস্থা ইত্যাদি দায়িত্ব গ্রহণ করে পৌরসভা। ম্যালেরিয়া প্রকোপের পরিপ্রেক্ষিতে যে বারাসাত পৌরসভার পথচলা তা গত ১-লা এপ্রিল ২০১৯ তারিখে ১৫০ বছর অতিক্রম করলো।

বারাসাত পৌরসভার প্রাক্তন ও বর্তমান পৌরপ্রধানদের নামের তালিকা ও কার্যকাল।

  • ০১. ৺বাবু বিপ্রদাস ব্যানার্জ্জী (১৮৮৫-১৮৯১)
  • ০২. ৺বাবু ক্ষেত্রনাথ চ্যাটার্জ্জী বাহাদুর (১৮৯১-১৮৯৮)
  • ০৩. ৺বাবু বাবু হরিনাথ সেন (১৮৯৮-১৯০২)
  • ০৪. ৺বাবু বাণীকণ্ঠ মুখার্জ্জী (১৯১০-১৯১৪)
  • ০৫. ৺বাবু নরেন্দ্রনাথ দত্ত (১৯১৪-১৯১৫)
  • ০৬. ৺বাবু অমর্তলাল বোস (১৯১৫-১৯১৬)
  • ০৭. ৺বাবু ক্ষান্ত বিহারী বোস (১৯১৬-১৯১৮)
  • ০৮. ৺বাবু প্রবোধ চন্দ্র মুখার্জ্জী (১৯১৮-১৯১৯)
  • ০৯. ৺বাবু বিমলা কান্ত মুখার্জ্জী (১৯১৯-১৯২১)
  • ১০. ৺বাবু মৌলবী মহঃ সাদাতুল্লাহ (১৯২১-১৯২৮ ও ১৯৩২-১৯৩৬)
  • ১১. ৺বাবু বিপিন বিহারী রায় বাহাদুর (১৯২২-১৯২৪)
  • ১২. ৺বাবু সনৎ কুমার চ্যাটার্জ্জী বাহাদুর (১৯২৮-১৯৩২)
  • ১৩. ৺বাবু মৌলবী নুরুল হাসান (১৯৩৮-১৯৪২)
  • ১৪. ৺বাবু শিশির কুমার বোস (১৯৪২-১৯৪৭ ও ১৯৪৮-১৯৫২)
  • ১৫. ৺বাবু অনিল কৃষ্ণ ঘোষাল (১৯৫২-১৯৫৬ ও ১৯৫৬-১৯৬১)
  • ১৬. ৺বাবু গোবর্ধন ব্যানার্জ্জী (১৯৬১-১৯৬৭)
  • ১৭. শ্রী সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (১৯৬৭-১৯৮১)
  • ১৮. ৺দ্বিজহরি দাস (১৯৮১-১৯৮৫)
  • ১৯. শ্রী সুনীল বিশ্বাস (১৯৮৫-১৯৮৬)
  • ২০. শ্রী প্রবীর ভট্টাচার্য্য (১৯৮৬)
  • ২১. শ্রী শঙ্কর কুমার বসু (১৯৮৮-১৯৯০)
  • ২২. ৺অশোক চক্রবর্ত্তী (১৯৯০-১৯৯৪)
  • ২৩. ৺শ্রী ব্রজকিশোর নাগচৌধুরী (১৯৯৫-২০০০)
  • ২৪. শ্রী প্রদীপ চক্রবর্ত্তী (২০০০-২০১০)
  • ২৫. শ্রী সুনীল মুখার্জ্জী (২০১০-২০১৫ ও ২০১৫- ____)

বারাসাত পৌরসভার প্রাক্তন ও বর্তমান উপ-পৌরপ্রধানদের নামের তালিকা ও কার্যকাল।

  • ০১. লেট বাবু মহেন্দ্রনাথ ঘোষাল
  • ০২. লেট বাবু তারকনাথ সরকার
  • ০৩. লেট বাবু শ্যামাচরণ মুখার্জি (১৯০২ – xxxx)
  • ০৪. লেট বাবু নরেন্দ্র নাথ মুখার্জী
  • ০৫. লেট বাবু বিজয় কৃষ্ণ চাটার্জী
  • ০৬. লেট বাবু হেমন্ত কুমার সেন
  • ০৭. লেট বাবু নলীন বিহারী সেন (১৯২১-১৯২৪)
  • ০৮. লেট বাবু নগেন্দ্রনাথ মাসচটক (১৯২৪-১৯২৭)
  • ০৯. লেট বাবু নলীন বিহারী সরকার (১৯২৭-১৯২৮)
  • ১০. লেট বাবু শিশির কুমার বোস (১৯২৮-১৯৩২)
  • ১১. লেট বাবু নলিনকৃষ্ণ চাটার্জী (১৯৩৩-১৯৩৮)
  • ১২. লেট বাবু মুরারী মোহন ভট্টাচার্য্য (১৯৩৮-১৯৪২)
  • ১৩. লেট বাবু ডক্টর হরিপদ চক্রবর্তী (১৯৪২-১৯৪৭)
  • ১৪. লেট বাবু অনিল কৃষ্ণ ঘোষাল (১৯৪৮-১৯৫২)
  • ১৫. লেট বাবু নির্মল কুমার চ্যাটার্জী (১৯৫২-১৯৫৬)
  • ১৬. শ্রী ধীরেন্দ্রনাথ দে বিশ্বাস (১৯৫৬-১৯৬১)
  • ১৭. শ্রী শিশির ব্যানার্জি (১৯৬১-১৯৬৭)
  • ১৮. লেট দ্বিজহরি দাস (১৯৬৭-১৯৮১)
  • ১৯. শ্রী দিলীপ কুমার পাল (১৯৮১-১৯৮৬)
  • ২০. শ্রী অশোক কুমার চক্রবর্তী (১৯৮৬-১৯৯০)
  • ২১. শ্রী প্রবীর ভট্টাচার্য্য (১৯৯০-১৯৯৫)
  • ২২. শ্রী সুভাষ গুহ (১৯৯৫-২০০৫)
  • ২৩. শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায় (২০০৫-২০১০)
  • ২৪. শ্রী সমির চাটার্জী (২০১০-২০১৫)
  • ২৫.শ্রী অশনি মুখোপাধ্যায় (২০১৫ – ____)

তথ্য : facebook

বারাসাতের রাজা L238
গোবরডাঙ্গার মশলা মেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

My Cart
Wishlist
Recently Viewed
Compare Products (0 Products)
Compare Product
Compare Product
Compare Product
Compare Product
Categories